প্রকাশিত: Mon, Jun 12, 2023 8:59 PM
আপডেট: Tue, Jan 27, 2026 2:22 PM

আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন মমতা বন্দোপাধ্যায়

চঞ্চল পাল, কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পেয়ে আপ্লুত মমতা পত্র মারফৎ ধন্যবাদ জানালেন তাকে। 

চিঠিতে মমতা লিখেন, শ্রদ্ধেয়া হাসিনা দি, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে। ঐ আমের মধ্যে আপনার যে স্নেহ ও বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই।

গত ৪ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম উপহার পাঠান বাংলাদেশের সরকারপ্রধান শেখ হাসিনা। উপহার দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও।

মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে লেখেন, বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম। আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু’হাত ভরে বিলিয়েছি। আমি সত্যিই আপ্লুত। শ্রদ্ধা নেবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব